আচমকাই বাড়ল জলস্তর, বাড়ির সামনে থেকেই ভেসে গেল তিন বছরের শিশু, দেখুন উত্তরবঙ্গের মর্মান্তিক ছবি

Sat, 04 Jul 2020-2:20 pm,

গোটা গ্রাম ভাসছে, বাড়ি জলের তলায় । সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছে মাল মহকুমার ডামডিম চা বাগানের ডাউন লাইনের বাসিন্দারা । কিন্তু তারই মধ্যে মর্মান্তিক ঘটনা ।

টানা বৃষ্টিতে বেড়ে যায় নদীর জলস্তর । আর জল বাড়ে গ্রামেও । বাড়ির সামনে থেকেই তলিয়ে গেল তিন বছরের শিশু ।  মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ডামডিম চা বাগানের ডাউন লাইনের বাসিন্দারা ।

পারি বাকলা নামে বছর তিনেকের ওই শিশুটির বাড়ি প্রায় জলের তলায় ।  তারইমধ্যেই বাবা-মায়ের সঙ্গে ছিল সে । পাশের বাড়ির বন্ধুর সঙ্গে বসেছিল । আচমকাই নদীর জল বাড়ে, সঙ্গে জলস্তর বাড়ে গ্রামেরও । ভেসে যায় ছোট্ট মেয়েটি ।

  তাকে যতক্ষণে উদ্ধার করা হয়, মৃত্যু হয় তার । টানা বৃষ্টিতে ঝোরার জল বেড়ে গিয়েছে, আর তাতেই এই দুর্ঘটনা । চোখের সামনে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link