আধার কার্ডে নাম-ঠিকানা বদলে বাড়ল খরচ
আধার ছাড়া এখন জীবন অচল। পরিচয়পত্র তো বটেই, আধার ছাড়া মেলে না সরকারি ভর্তুকিও। স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে আধারের গুরুত্ব। এর মধ্যেই আধারের তথ্য পরিবর্তন সংক্রান্ত পরিষেবা খরচ বাড়াল আধার কর্তৃপক্ষ।
১ জানুয়ারির আগে আধারে যে কোনও ধরনের বদলের ক্ষেত্রে ৫০ টাকা দিতে হত। এবার তা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। আধার কার্ডের নাম বা ঠিকানা বদল করতে হলে খরচ করতে হবে।
বায়োমেট্রিক আপডেট করতে হলে লাগবে ১০০ টাকা। ফোন নম্বর বদলাতে লাগবে ৫০ টাকা। আগে খরচ পড়ত ৩০ টাকা। এছাড়া e-KYC-র জন্য দিতে হবে ৩০ টাকা।
শুধু তাই নয়, রঙিন প্রিন্টআউট করতেও লাগবে ৩০ টাকা।