AAI Recruitment 2021: এক লক্ষেরও উপরে বেতন, এয়ারপোর্ট অথরিটিতে শূন্যপদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদন: শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India)। ৩১ অগাস্টেই শেষ হচ্ছে আবেদনের সময়সীমা। ২৯টি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ (Recruitment) করা হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট aai.aero তে । কারা কোন পদে আবেদন করতে পারবেন, জেনে নিন বিশদে।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন অপারেশন বিভাগে ১৪ পদে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন ফাইনান্সে ৬ পদে ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রনিক্স বিভাগে ৯ পদে নিয়োগ করা হবে।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন অপারেশন পদে আবেদনের জন্য গ্র্যাজুয়েশনের পাশাপাশি ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকতে হবে। LMV License থাকলে মিলবে অগ্রাধিকার।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন ফাইনান্স পদে আবেদনে প্রার্থীর বি.কম ডিগ্রী থাকা বাধ্যতামূলক। সঙ্গে ন্যুনতম ৩ থেকে ৬ মাসের একটি কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রনিক্স পদে আবেদনের জন্য প্রার্থীদের ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন অথবা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
তিনটি পদেই বেতন কাঠামো ৩৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। উপরোক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স চলতি বছরের ৩০ জুনের মধ্যে ৫০ বছরের মধ্যে হতে হবে। বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুন।