আজাদের সঙ্গে দীপাবলির উৎসবে মাতলেন ইরা খান, ছবি শেয়ার করলেন আমির-কন্যা
আলোর উৎসবে সামিল হয়ে এবার সেই ছবি শেয়ার করলেন ইরা খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দীপাবলির সেই ছবি শেয়ার করেন আমির খানের মেয়ে। যেখানে আজাদের সঙ্গে দীপাবলি পালন করতে দেখা যায় ইরাকে
ছোট্ট ভাই আজাদকে রাও খানকে কখনও মিষ্টি খাইয়ে আবার কখনও আলো জ্বালিয়ে দীপাবলি পালন করেন ইরা খান
প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও তাঁর সঙ্গে এখনও বন্ধুত্বে সম্পর্ক রয়েছে আমির খানের। ফলে আমির-রিনার দুই সন্তানের সঙ্গে কিরণ রাওয়ের সম্পর্ক বেশ বন্ধুত্বের
সেই কারণেই আলোর উৎসবে এবার আমির-কিরণের ছেলে আজাদের সঙ্গেই দেখা যায় ইরা খানকে
শাড়ি পরে দীপাবলি উপলক্ষ্যে ছবি শেয়ার করেন ইরা খান