AB de Villiers Returns To Cricket: বাইশ গজে ফের `মিস্টার ৩৬০ ডিগ্রি`! ৪ বছর পর অবসর ভাঙলেন এবিডি, পেলেন অধিনায়কত্বও...

Tue, 28 Jan 2025-4:02 pm,
AB de Villiers Annouces Retirement From Cricket

২০২১ সালের ১৯ নভেম্বর। সব রকমের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ট্যুইট (অধুনা এক্স) করে সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রামধনু দেশের প্রাক্তন অধিনায়ক।

AB de Villiers International Career statistics

১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ার এবিডি-র। ১১৪টি টেস্ট (৮৭৬৫ রান, ২২টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি) ২২৮টি ওয়ানডে (৯৫৭৭ রান, ২৫টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ-সেঞ্চুরি) ও ৭৮টি টি-২০ (১৬৭২ রান) খেলেছেন 'মিস্টার ৩৬০'।  ডিভিলিয়ার্সের নাম ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা আছে।

AB de Villiers Returns To Cricket

৪ বছর পর অবসর ভাঙলেন এবিডি। জানিয়ে দিলেন তিনি ফিরছেন ক্রিকেটে। ৪০ বছরের ক্রিকেটারকে দেখা যাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ওরফে ডব্লিউসিএলে খেলতে। অবসরপ্রাপ্ত এবং চুক্তি বহির্ভূত ক্রিকেট কিংবদন্তিদের নিয়ে এই প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিশ্বজুড়ে ভক্তরা টাইম মেশিনে চেপে ফিরতে পারেন অতীতে। এবিডি ফিরছেন অধিনায়ক হিসাবেই। তিনি নেতৃত্ব দেবেন গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নসের হয়ে। 

 

'চার বছর আগে আমি সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। কারণ আমার আর খেলার তাগিদই ছিল না ভিতরে। সময় অতিবাহিত হয়ছে এবং আমার ছোট ছেলেরাও খেলতে শুরু করেছে। এখন আমরা বাগানে আরও বেশি করে খেলি। মনে হচ্ছে যেন আবার কোনও আগুন জ্বলে উঠবে।'

 

ডি ভিলিয়ার্সের অভাবনীয় বহুমুখী প্রতিভা এবং ভয়ডরহীন ব্যাটিং তাঁকে সকলের থেকে আলাদা করেছে। ডি ভিলিয়ার্সের প্রত্যাবর্তন ক্রিকেট উচ্ছ্বসিত। গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নসের হয়ে প্রথম মরসুমে জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন এবং ইমরান তাহিরের মতো ক্রিকেটাররা খেলেছেন এবার ডি ভিলিয়ার্সের নেতৃত্বে যে আগুন জ্বলবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link