এই জায়গায় গেলে নিজের হৃদস্পন্দনও শুনতে পাবেন!
বিশ্বের বিভিন্ন পরিত্যক্ত জায়গায় ভ্রমণ করা তাঁর নেশা। আর সেই জায়গার ক্যামেরাবন্দি করে দুর্দান্ত কিছু ছবি তোলা তাঁর নেশা। তিনি হলেন জেমস কারউইন। জর্জিয়ার বিভিন্ন জায়গায় ছবি তুলেছেন। এই ছবিটি জর্জিয়ার পরিত্যক্ত স্টেশনের।
জর্জিয়ার এক রেস্তোরাঁর ছবি এটি।
পরিত্যক্ত স্টেশনের চত্বর।
জর্জিয়ার আবখাজিয়ার কাঠের সেতু
পাহাড়ের কোলে রেল সেতু...
জর্জিয়ার পরিত্যক্ত রেস্তোরাঁ
এটিও ওই রেস্তোরাঁই একটি বারান্দার অংশ।
জর্জিয়ার এক সরকারি ভবনের ভিতরের ছবি।
পরিত্যক্ত সিনেমা হল
জর্জিয়ার পরিত্যক্ত স্টেশন