Abar Bibaho Obhijaan: ‘আবার বিবাহ অভিযান’-এর প্রিমিয়ারেই জন্মদিন উদযাপন, দর্শকের মাঝেই কেক কাটলেন জিৎ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘আবার বিবাহ অভিযান’। প্রিমিয়ার ছিল তারকার হাট।
বিবাহ অভিযানের সাফল্যের পরেই এবার তৈরি হয়েছে এই ছবির সিক্যোয়েল। এবারও মুখ্য চরিত্রে অঙ্কুশ। প্রিমিয়ারে বান্ধবী ঐন্দ্রিলাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা।
এবার ফের জুটিতে পর্দায় হাসির রোল তুলেছেন রুদ্রনীল ঘোষ ও সোহিনী সরকার।
এবার অঙ্কুশ-রুদ্রনীল-অনির্বাণের সঙ্গে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস।
মায়ের ছবির প্রিমিয়ারে হাজির ছিল প্রিয়াঙ্কাপুত্র সহজ।
একদিকে প্রিমিয়ার তো অন্যদিকে জিৎ গঙ্গাপাধ্যায়ের জন্মদিন। প্রিমিয়ারে হাজির দুটি কেক।
প্রিমিয়ারের মঞ্চে ছবির গোটা টিম ও দর্শকের সঙ্গেই জন্মদিন উদযাপন করলেন জিৎ গঙ্গোপাধ্যায়।