একুশে জুলাইয়ের প্রস্তুতিকে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর ডাক অভিষেকের
একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার তৃণমূল কংগ্রেসের এক বৈঠকে কলকাতায় এসে কম মুখ দেখাতে বলা হয়েছে জেলার নেতাদের। ওই বৈঠকে ছিলের পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি সহ অন্যান্য নেতারা।
বুথে বুথে যুব তৃণমূল কর্মীদের একুশ জুলাইয়ের শহিদদের পোস্টার দেওয়া নির্দেশ দিয়েছেন অভিষেক। ব্লকে ব্লকে মিটিং ও পদযাত্রা করার নির্দেশও দেওয়া হয়।
জেলায় জেলায় মিটিং করে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছেন অভিষেক। এক্ষেত্রে মাদার তৃণমূলের সঙ্গে কাজ করতে হবে। যারা দলের নির্দেশ মানবে না তাদের দল থেকে বেরিয়ে যেতে হবে।
ইভিএম নয়, ব্যালটেই ভোট করতে হবে। এটাই হবে এবার তৃণমূলের অন্যতম দাবি।