Abhishek Banerjee: ডাক্তারদের অনশন তোলার দিনই আমেরিকা থেকে এল অভিষেকের স্বাস্থ্য সংবাদ! কেমন আছেন তিনি?

Mon, 21 Oct 2024-10:55 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডের জেরে তোলপাড় পুরো রাজ্য। কিন্তু এই ঘটনার পর থেকে সেভাবে সামনে দেখা যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন শেষবার তাঁকে মঞ্চে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি সেভাবে।

ভোট এলে দলের ব্যাটন হাতে নিয়ে নেন তিনি। লোকসভা ভোটেও তার ব্যতিক্রম হয়নি।

 

উপনির্বাচনের দিন ঘোষণা থেকে প্রার্থী ঘোষণা, কোথাও দেখা যায়নি অভিষেককে। কোথায় রয়েছেন তিনি?

পুজোর সময় থেকেই দেশের বাইরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য তিনি আমেরিকায় গিয়েছেন। 

 

এ বার তিনি নিজেই জানালেন সে কথা। তাঁর চোখের অবস্থা যে মোটেও ভাল নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে।

এক্স হ্যান্ডেলে তিনি তাঁর চোখের ছবি পোস্ট করে লেখেন, 'আমার সাম্প্রতিক চোখের অস্ত্রোপচারের পর সকলের সদয় শুভেচ্ছার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার পর থেকে আমি আমার দৃষ্টিশক্তি নিয়ে বেশ  চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং এটি ছিল আমার অষ্টম অস্ত্রোপচার।

তিনি আরও লেখেন, 'আমি আনন্দিত যে আমার অপারেশনটি খুব ভালভাবে হয়েছে এবং আমি ভালো হচ্ছি। আমাকে অপারেশন পরবর্তী বেশ কিছু নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করতে হবে। আমি আশাবাদী আছি এবং আন্তরিকভাবে আপনার সমস্ত ভালবাসা, উদ্বেগ এবং সদয় শুভেচ্ছার প্রশংসা করছি।'  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link