পার্থ-সুব্রতদের পর ‘গুরুপ্রণাম’ সারতে এবার সুদীপের বাড়িতে Abhishek
নিজস্ব প্রতিবেদন: রবিবার দলের তিন প্রবীণ নেতা সঙ্গে দেখা করেছিলেন। সোমবার গেলেন আরও একজনের বাড়ি। ‘গুরুদায়িত্ব’ পেয়ে ‘গুরুপ্রণাম’ সারতে, সোমবার সন্ধেয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার সন্ধে ৭.১০ মিনিট নাগাদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক। প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়ে ৮.৩০ মিনিট নাগাদ বের হন। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও সুব্রত মুখোপাধ্যায়ের মতো, এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়েরও আশীর্বাদ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামিদিনে কীভাবে দল পরিচালিত হবে, সেই নিয়ে দলের প্রবীণ সাংসদের সঙ্গে আলোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠক শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের প্রবীণ নেতাদের পরামর্শ নিয়ে চলছেন, তা অত্যন্ত ভাল।
এর আগে তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে যুব তৃণমূলের নবনিযুক্ত সভানেত্রী সায়নী ঘোষের প্রশংসা করেন তিনি।
রবিবার সকালে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সন্ধেয় যান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বাড়ি। অভিষেককে জড়িয়ে আবেগে ভাসেন সুব্রত বক্সি।
এরপর রাতে যান দলের আরও এক প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ি।