`পথের পাঁচালী`র নেপথ্যের গল্প অনীকের ছবিতে, আজ থেকে শুরু যাত্রা

Wed, 21 Jul 2021-10:59 pm,

নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান'-এ সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করছেন 'কিউ'। এবার 'পথের পাঁচালী'র চলচ্চিত্রের স্রষ্টাকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অনীক দত্ত।    

ছবির নাম 'অপরাজিত'। মুখ্য ভূমিকায় অর্থাৎ সত্যজিৎ রায় হতে চলেছেন আবীর চট্টোপাধ্যায়। পরিচালক নিজেই ফেসবুক পোস্টে তা স্পষ্ট করে দিয়েছেন। প্রথমবার আবীরকে চিত্রনাট্য পড়ে শোনালেন অনীক।      

 

ছবির প্রেক্ষাপট 'পথের পাঁচালী'র নির্মাণ। এই ছবির সঙ্গে জুড়ে রয়েছে বাস্তবের নানা টুকরো কাহিনি। ছবিটি সম্পূর্ণ করা নিয়েই আশঙ্কা তৈরি হয়েছিল। আর্থিক-সহ বিবিধ বাধার মুখে পড়েছিলেন সত্যজিৎ। সেই সব অজানা কাহিনি থাকবে অনীকের ছবিতে।  

শোনা গিয়েছে ছবিতে সত্যজিৎ-জায়া হতে চলেছেন সায়নী ঘোষ। কিশোর কুমারের ভূমিকায় অভিনয় করতে পারেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সর্বজয়া হতে পারেন অঞ্জনা বসু। 

ছবিটি সম্ভবত হতে চলেছে সাদা-কালোয়। অন্তত তেমনটাই খবর।  সেই সময় ধরতে পরিচালক সংগ্রহালয়েও গিয়েছেন। 'পথের পাঁচালী' শুট হওয়া মিচেল ক্যামেরাও খুঁটিয়ে দেখেছেন তিনি।

সত্যজিৎ রায়ের ব্যারিটোন কণ্ঠস্বর নেই আবীরের। সে কারণে পরিচালক নিজেই ডাবিং করবেন বলে স্থির করেছেন। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গেও কথা বলে রেখেছেন। 

সত্যজিতের প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ ও জন অরণ্য ছবিতে ছয় ও সাতের দশকের রাজনীতি ও সমাজব্যবস্থার প্রতিফলন দেখা গিয়েছে। অনীকের ছবিতেও কি সেই সময়কার রাজনীতি আসবে? বিশেষ করে পরিচালক যখন সচেতন রাজনীতিমনস্ক। তার ইঙ্গিত দিয়ে রেখেছেন ফেসবুক পোস্টে। তাতে লেখা, 'লাল সেলাম।'        

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link