হম্বিতম্বিই সার, সফল হল না কলেজস্ট্রিটে এবিভিপির বিক্ষোভ কর্মসূচি
ছাত্র সংঘর্ষে শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী কলেজ। চাঞ্চল্য ছড়ায় কলেজ ক্যাম্পাসে।
ঘটনায় কল্যাণী কলেজের ছাত্র তারক হালদারের নিগ্রহের প্রতিবাদে শনিবার কলেজস্ট্রিট চত্ত্বরে জমায়েতের ডাক দিয়েছিল এবিভিপির সদস্যরা।
তবে হম্বিতম্বিই সাড়। ঘোষণা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়িত হল না এদিন। কলেজস্ট্রেটে এদিন মিছিলে যোগ দিতে এলেন মাত্র ৭ জন।
বিক্ষোভের আশঙ্কায় দীর্ঘক্ষণ পুলিস মোতায়েন থাকল এলাকায়। এরপর মার্কেটের সামনে গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিস।
এদিকে পরিস্থিতির কথা ভেবে হাজির সংবাদমাধ্যও। বিক্ষোভ দেখাতে এসে কলেজস্ট্রিটের মুখে বসে পড়েন বিক্ষোভকারীরা। পুলিস সঙ্গে সঙ্গেই তুলে দেন তাঁদের।
উল্লেখ্য, শুক্রবার টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে অবাধ বোমাবাজি চলে কল্যাণী কলেজ ক্যাম্পাসে। ঘটনায় গুরুতর জঘম অবস্থায় এক এবিভিপির সদস্যকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রতিবাদে কলেজস্ট্রিট চত্ত্বরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন এবিভিপির সদস্যরা। তবে কার্যত অসফল হল সেই কর্মসূচি।