AC Local: গরমে আরাম দিতে দুর্গাপুজোর আগেই এসি লোকাল ট্রেন রাজ্যে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজোর আগেই রাজ্যে এসি লোকাল? ইতিমধ্যেই মুম্বইতে চালু হয়ে গিয়েছে। এবার এরাজ্যেও চলবে এসি লোকাল! সূত্রের খবর এমনই।
প্রাথমিকভাবে শিয়ালদা ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু করতে পারে রেল। ডিআরএম জানিয়েছেন, মুম্বইকে অনুসরণ করেই শিয়ালদায় পরীক্ষামূলকভাবে চালু করার কথা ভাবা হচ্ছে।
বর্তমানে পূর্ব রেলে ছ’জোড়া মাতৃভূমি লোকাল চলে। তার মধ্যে একটি রুট বেছে নিয়ে ওই পরিষেবা শুরু করা হবে।
শোনা যাচ্ছে, প্রথমে মাতৃভূমি লোকালের দুটি কামরাকে প্রথম শ্রেণির কামরায় উন্নীত করা হবে। অর্থাৎ, লোকাল ট্রেনেও এবার প্রথম শ্রেণির কামরা বা ‘ফার্স্ট-ক্লাস’ কামরা!
স্বাভাবিকভাবেই ভাড়া কিছুটা বেশি হবে। তবে সাধারণ কামরার থেকে বেশি স্বাচ্ছন্দ্যে যাত্রা করা যাবে। সিটও হবে অনেক আরামদায়ক।
সেটা সফল হলে তারপর এসি লোকাল ট্রেন। এসি লোকাল ট্রেন চালানোর জন্য গত বছরই রেলওয়ে বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন।
যদিও তাতে এখনও সবুজ সংকেত মেলেনি। তবে বিষয়টি রেলওয়ে বোর্ডের বিবেচনায় আছে। অদূর ভবিষ্যতেই তা চালু করা হতে পারে।