দিঘার সমুদ্রে বড়সড় দুর্ঘটনা, প্রাণহানি
নিজস্ব প্রতিবেদন : সমুদ্রে মাছ ধরে ফেরার পথে ট্রলারডুবি। পুজোর মুখে বড়সড় দুর্ঘটনা দিঘা সমুদ্রে।
ট্রলারে ছিলেন ৯ জন মত্স্যজীবী। তার মধ্য়ে ৮ জন কোনওমতে সাঁতরে পাড়ে উঠতে পারলেও, একজন নিখোঁজ হয়ে যান। শেষে জোয়ারের সময় শঙ্করপুরের সমুদ্রে নিখোঁজ মত্স্যজীবীর দেহ ভেসে ওঠে।
জানা গিয়েছে, মাছ ধরে ফেরার পথে দিঘা মোহনার কাছে সমুদ্রের চড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায় মা মহামায়া নামের ট্রলারটি।
ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চলছে। ট্রলার মালিক জানিয়েছেন, প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিয়ে ফিরছিল ট্রলারটি।
ডুবে যাওয়ার ফলে পুরো ট্রলারটি-ই নষ্ট হয়ে গিয়েছে। সবমিলিয়ে প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক।