ছোট্ট লার্ভা, কখন যে হয়ে উঠল প্রজাপতি! অনুশার বোল্ড অবতার
নিজস্ব প্রতিবেদন- অনুশা বিশ্বনাথন। যাদবপুরের তুলনামূলক সাহিত্যের ছাত্রী। বিনোদন দুনিয়াতেও পা রেখেছেন বেশ কয়েকছর হল। অরিন্দম শীল পরিচালিত 'ধনঞ্জয়' ছবিতে চ্যালেঞ্জিং চরিত্র বা অনীক দত্তের ছবি 'বরুণবাবুর বন্ধু', একটা মিষ্টি মেয়েকে দেখতেই অভ্যস্ত ছিলেন দর্শক। হঠাৎই সমাজমাধ্যমে বোল্ড শুটে ধরা দিলেন মেধাবী অভিনেতা।
কালো বুক খোলা শার্টে হঠাৎ করে চেনা যায় না। সাম্প্রতিক ট্রেন্ড মেনে তিনিও হট অবতারে ক্যামেরার সামনে। বিশ্বাস করেন, শরীরের লুকোছাপার দরকার কী! পোশাকের আড়ালের মানুষটিই রিয়েল, বাকি সবই বানিয়ে তোলা।
ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় ধরা দিলেন অনুশা। মুড মেনে এক্সপ্রেশনও দিলেন। আর তাতেই জীবন্ত হয়ে উঠল প্রতিটা ফ্রেম।
ক্যামেরার সামনে অনুশার স্বাচ্ছন্দ্য দেখে অনেকেই মনে করছেন, তাঁর অসামান্য প্রতিভা। তিনি ভারতীয় ছবিতে তাঁর অভিনয় প্রতিভা ও স্নিগ্ধ চেহারার মাধ্যমে অনেকদূর যাবেন।
অনুশা বিশ্বনাথন। পরিচালক অশোক বিশ্বনাথন ও অধ্যাপক-সঞ্চালক মধুমন্তী মৈত্রের কন্যা। সাহিত্য, সিনেমা, অভিনয়, গানের মাঝেই তাঁর বড় হয়ে ওঠা। নন্দনতত্ত্বে তাঁর বিশেষ ব্যুৎপত্তি।
সাদা বাথটবে নীল স্নান পোশাকে অনুশা। তাঁর গায়ের উপর ভেসে আসছে সাদা সাবানের ফেনা। খুশি মডেলের আবেদন চোখ টানবেই।