মশারি তৈরি করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন গোসাবার মহিলারা, পাশে মনোজ বাজপেয়ী
ষষ্ঠ শ্রমিক সম্মান লাইভলিহুড প্রজেক্ট-এর মাধ্যমে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন সুন্দর বনের গোসাবা ব্লকের চাঁদিপুর এলাকার মহিলারা। মশারি তৈরি করছেন তাঁরা।
সুন্দরবনের মহিলাদের কাছ থকে মশারি কেনার আবেদন জানালেন অভিনেতা মনোজ বাজপেয়ী।
স্বনির্ভর হতে চাওয়া সুন্দরবনের মহিলাদের পাশে দাঁড়িয়ে নিজের ইনস্টাগ্রামে বিশেষ একটি পোস্ট করেছেন মনোজ বাজপেয়ী। শেয়ার করেছেন বেশকিছু ছবি।
মনোজ বাজপেয়ী লিখেছেন, ''আমরা খুশি যে আমরা এই সমস্ত মহিলাদের পাশে দাঁড়াতে পেরেছি। এই মহিলারা মশারি তৈরি করে অর্থ উপার্জন করছেন এবং সংসার চালাচ্ছেন।'
'অভিনেতা আরও লিখেছেন, ''আমরা প্রশিক্ষণ দিয়ে এনাদের সহায়তা অব্যাহত রাখব, যাতে এই মহিলারা সম্মানের সঙ্গে বাঁচতে পারেন।''
যাতে কেউ সুন্দরবনের এই মহিলাদের কাছ থেকে মশারি কেনার জন্য সহজেই যোগাযোগ করতে পারেন, সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর, ইমেল নম্বরও শেয়ার করেছেন অভিনেতা। অভিনেতা লিখেছেন, চাইলে কেউ একসঙ্গে অনেকগুলি মশারির অর্ডারও দিতে পারেন।
অভিনেতার পোস্ট থেকে মনে করা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সুন্দরবনের এই মহিলাদের মশারি তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মনোজ বাজপেয়ী।