`টুম্পাসোনা` কোভিড আক্রান্ত, নিভৃতবাসে মনখারাপে
নিজস্ব প্রতিবেদন- সুমনা দাস। খ্যাতি 'টুম্পা' নামে। না, চাইলেই এখন আর 'হাম্পি' দেওয়ার মত পরিস্থিতিতে নেই তিনি। বরং শারীরিক দূরত্ব বজায় রেখে নিভৃতবাসে। কারণ বেশ কয়েকদিন হল, তিনি কোভিড ভাইরাস আক্রান্ত। জেনেছেন অবশ্য রবিবার।
তবে, টুম্পা খ্যাত সুমনার কথায় তিনি উপসর্গ টের পান আগেই। বাড়িতে বয়স্ক বাবা-মা আছেন, তাই তিনি নিজেই আইসোলেশনে চলে যান।
করোনা আবহের মধ্যেই কলকাতায় বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’-র শেষ পর্বের শুটিং করছিলেন অভিনেতা। পরিচালনায় শামিম আহমেদ রনি। শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুমনা। সঙ্গে সঙ্গে বাড়ি পাঠানো হয় তাঁকে। পিঠ-কোমরে অসহ্য যন্ত্রণা শুরু হয় তাঁর। ধীরে ধীরে গন্ধ-স্বাদও চলে যায়। এ ছাড়াও, পেট ব্যথা, পেটখারাপ-সহ একাধিক উপসর্গ দেখা দেয় সুমনার।
কোভিড রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই চিকিৎসকদের পরামর্শমত চলছেন তিনি। উপযুক্ত খাওয়া-দাওয়া, বিশ্রাম সবই করছেন নিয়ম মেনে।
করোনার এই আবহে, সবারই নিভৃতবাসে মনখারাপ। 'টুম্পাসোনা'ও তার ব্যতিক্রম নন। তবে OTT প্ল্যাটফর্মে ছবি, সিরিজ দেখে সময় কাটাচ্ছেন তিনি। গান শুনছেন। পর্যাপ্ত ঘুমোচ্ছেনও, জানালেন অভিনেতা।