`বনু ম্যায় তেরি দুলহন`, বিয়ের আগে গৌরবের ভালবাসায় মগ্ন দেবলীনা কুমার
শিগগিরই গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন দেবলীনা কুমার। টলিউডের বিভিন্ন জুটির যখন বিয়ের খবর আসছে, সেই তালিকায় গৌরব-দেবলীনার নাম যুক্ত হতেই অনুরাগীদের কৌতুহল বাড়তে শুরু করেছে
আর কয়েকদিনের মধ্যেই গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন দেবলীনা। তার আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক্কেবারে অন্যরকম ছবি শেয়ার করেন অভিনেত্রী। যেখানে ''বনু ম্যায় তেরি দুলহন'' বলে ক্যাপশন দিতে দেখা গিয়েছে দেবলীনাকে
লাল রঙের ওড়না নিয়ে ছবি শেয়ার করেন দেবলীনা
বিয়ের আগে গৌরবের ভালবাসায় মগ্ন দেবলীনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেন
দেবলীনা-গৌরবের বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহ বাড়তে শুরু করেছে