Actress Arrested: নিজের কবর নিজেই খুঁড়লেন জনপ্রিয় অভিনেত্রী! বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলুগু সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কস্তুরি শঙ্কর। শনিবার অভিনেত্রীকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ৩ নভেম্বর একটি প্রতিবাদ সমাবেশে হাজির হয়েছিলেন কস্তুরি। সেখানে তিনি বলেন, 'তেলুগু-ভাষী সম্প্রদায় রাজার সহধর্মিনীর সহকারী হিসাবে এসেছিল এবং পরে একটি তামিল পরিচয় গ্রহণ করেছিল।'
এই মন্তব্যে শুনে ক্ষোভে ফেটে পড়ে তেলুগু সম্প্রদায়। ধর্মীয় ও সাংস্কৃতিক বিবৃতিতে আঘাত করার জন্য অভিনেত্রীর উপর বেশ কয়েকটি অভিযোগ এবং মামলা করা হয়েছিল।
মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের জন্য দাখিল করার কিছুক্ষণ পরেই বেপাত্তা হয়ে যান অভিনেত্রী।
পুলিস তাঁর বাসভবনে এসে দেখতে পায়, বাড়িতে তালা ঝুলছে। এবং অভিনেত্রীর ফোন বন্ধ।
পরে কস্তুরি নিজের বক্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান। তিনি লেখেন, 'তিনি কোনও সম্প্রদায়কে অনিচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য দুঃখিত। সকলের সঙ্গে বন্ধুত্বের স্বার্থে, আমি ৩ নভেম্বর দেওয়া আমার বক্তৃতায় তেলুগু সম্প্রদায়দের নিয়ে কড়া মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। আমি আবারও বলছি, আমার মতামতগুলি কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য ছিল, বৃহত্তর তেলুগু সম্প্রদায়ের জন্য আমি কিছু বলতেই চাইনি। তবে আমি আমার বক্তব্য আরও অনেক গুরুত্বপূর্ণ কথাও বলেছিলাম, দুর্ভাগ্যবশত এই বিতর্ক সেই বক্তব্য থেকে মনোযোগ সরিয়ে দিয়েছে।'