বাবা, মায়ের পাশে কোয়েল, সঙ্গে নিসপালও, এক ফ্রেমে মল্লিক বাড়ির সদস্যরা
পরিবারের সঙ্গে ছবি শেয়ার করলেন কোয়েল মল্লিক। রঞ্জিত মল্লিক, দীপা মল্লিকের সঙ্গে ছবি শেয়ার করেন কোয়েল
রঞ্জত মল্লিক, দীপা মল্লিকের সঙ্গে দেখা যায় নিসপাল সিং রানকেও। এর ফ্রেমে মল্লিক বাড়ির সদস্যদের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন কোয়েল
দুর্গা পুজোর অষ্টমীতে ছেলের ছবি প্রকাশ্যে এনে তাঁর নাম জানাবেন বলে কথা দিয়েছিলেন কোয়েল মল্লিক
সেই অনুযায়ী অষ্টমীর দিন ছেলের ছবি প্রকাশ্যে এনে, তার নাম জানান অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে কোয়েল জানান, তাঁর ছেলের নাম কবীর
কোয়েলের ছেলের ছবি শেয়ার করায়, তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন অভিনেত্রীর ভক্তরা