একান্তে মধুচন্দ্রিমা নয়, বিয়ের পর সপরিবারে দার্জিলিংয়ে অভিমন্যু-মানালি
করোনাকালে ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন অভিনেত্রী মানালি দে ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। তবে এতদিন 'মধুচন্দ্রিমা'য় যেতে পারেননি তাঁরা। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই বেড়াতে বেরিয়ে পড়েছেন মানালি-অভিমন্যু।
ছবি-ইনস্টাগ্রাম
তবে মানালি-অভিমন্যু একান্তে মধুচন্দ্রিমা কাটাতে যাননি। সপরিবারেই দার্জিলিং ভ্রমণে গিয়েছেন তারকা দম্পতি।
ছবি-ইনস্টাগ্রাম
দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে বাবার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন মানালি। সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
ছবি-ইনস্টাগ্রাম
স্বামী অভিমন্যু ও বাবার সঙ্গে মানালি।
ছবি-ইনস্টাগ্রাম
শ্বশুরমশাই অর্থাৎ মানালির বাবার সঙ্গে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়।
ছবি-ইনস্টাগ্রাম
দার্জিলিংয়ে হাড় কাঁপানো ঠাণ্ডার মাঝের পোজ মানালি ও অভিমন্যুর।
ছবি-ইনস্টাগ্রাম