রাখি উতসবে মুছে দিলেন ভেদাভেদ, চা-কাকুকে উপহার পাঠালেন সাংসদ অভিনেত্রী মিমি
রাখি উতসবে মনের দূরত্ব দূর করলেন মিমি চক্রবর্তী
নিজের লোকসভা এলাকার মানুষকে রাখি উতসব উপরহার পাঠান তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সাংসদ
নিজের লোকসভা এলাকার মানুষের পাশাপাশি চা-কাকুকেও রাখি পাঠান সাংসদ। তবে শুধু চা-কাকু নন, সৌভ্রাতৃত্ব বজায় রাখতে মিমি অনেককেই রাখি পাঠিয়েছেন
রাখি উতসবের মাধ্যমে যাতে মানুষের সঙ্গে মানুষের সৌভ্রাতৃত্ব আরও বেশি করে স্থাপন করা যায়, করোনাকালেও সেই প্রচাষ্টাই করতে দেখা গেল অভিনেত্রী সাংসদকে
জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেককে উপহার পাঠান মিমি