ক্যান্সারে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি
ইরফান খান এবং সোনালি বেন্দ্রের পর ক্যান্সার থাবা বসল বলিউডের আরও এক অভিনেত্রীর জীবনে
জরায়ুর ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী নাফিসা আলি, এই মুহূর্তে ক্যান্সারের স্টেজ থ্রি-তে রয়েছেন তিনি, সোশ্যাল সাইটে একটি পোস্ট শেয়ার করে এমনই জানান বর্ষিয়ান অভিনেত্রী
কংগ্রেসের সদস্য ছিলেন নাফিসা আলি, ২০০৯ সালে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়েন তিনি
বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলা হয় নাফিসা আলিকে
১৯৭৯ সালে শশী কাপুরের 'জুনুন' দিয়ে বলিউডে ডেবিউ করেন সুন্দরী অভিনেত্রী নাফিসা আলি
এই মুহূর্তে ক্যান্সারের স্টেজ থ্রি-তে রয়েছেন বলে জানান নাফিসা আলি
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অসুস্থতার বিষয়ে সবকিছু জানিয়ে স্টেটাস শেয়ার করেন নাফিসা
'লাইফ ইন আ মেট্রো', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'সাহেব বিবি আউর গ্যাংস্টার থ্রি'-এর মত একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন নাফিসা আলি