রথের দিনে বাঁকুড়ায় নতুন অফিসে Sayantika

Mon, 12 Jul 2021-10:34 pm,

নিজস্ব প্রতিবেদন- রথের পুণ্যতিথিতে বাঁকুড়ায় নতুন অফিসের উদ্বোধন করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা-রাজনীতিক এবারের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে প্রার্থী হয়েছিলেন। সামান্য কিছু ভোটে হারলেও এলাকায় জনপ্রিয়তায় তাঁর জুড়ি মেলা ভার। কথা দিয়েছিলেন, সুখে-দুঃখে বাঁকুড়াবাসীর পাশে থাকবেন। ইয়াস থেকে রথ, সবকটা বড় সময়েই বাঁকুড়ায় রয়েছেন নায়িকা।

বাঁকুড়ায় রথের অভিজ্ঞতা এার প্রথম। সমস্তরকমের কোভিড সতর্কতা নিজেও মানলেন, এলাকায় সকলকে মানতেও অনুরোধ করলেন।

এবারে রথের চাকা ২০০ মিটারের বেশি গড়াতে পারবে না, এমনটাই আদালতের নির্দেশ ছিল। সেইমতই পালিত হল এখানেও।

পুজো দিলেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাছে প্রার্থনাও করলেন।

এরপর রথের রশি ধরে কীভাবে টান দিতে হবে দেখে নিলেন অভিনেতা-রাজনীতিক।

রথের রশিকে প্রণাম সায়ন্তিকার।

তারপরই রশিতে টান দিয়ে রথ চালালেন নায়িকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link