পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে দুস্থদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছলেন অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া
গোটা বিশ্বজুড়ে করোনা নামক মারণ ভাইরাসের ছায়া। বিগত একশ বছরে এমন মহামারী দেখেনি গোটা বিশ্ব। এই মহামারী রুখতে গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। এই পরিস্থিতি আর্থিক সংকটে পড়েছেন গরিব মানুষ।
শহর থেকে দূরে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সংস্যাটা আরও কঠিন। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে বহু মানুষের রোজগার।
পুরুলিয়ার প্রত্যন্ত এমনই একটি গ্রাম তুলসীবাড়ি। এই গ্রামে বসবাসকারী অধিকাংশ মানুষই বিপিএল তালিকাভুক্ত। দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতেই উদয়াস্ত পরিশ্রম করেন তাঁরা। এদিকে দেশে লকডাউনের এই পরিস্থিতিতে তাঁদের রোজগারের পথও বন্ধ।
এইসমস্ত দুস্থ মানুষগুলির কাছে তাঁদের দ্রব্যসামগ্রী পৌঁছে দিলেন অভিনেত্রী তথা প্রযোজক সুচন্দ্রা ভানিয়া।
তবে শুধু তুলসীবাড়িই নয়, পুরুলিয়ার আরও একটি অখ্যাত গ্রাম চিতারমাতেও একই পরিস্থিতি। দ্রুত সেখানেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সুচন্দ্রা ভানিয়া।
প্রসঙ্গত, কলকাতায় কলম্বাস, নীলচলে কিরীটি, চতুস্কোণ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুচন্দ্রা ভানিয়া।