বিশেষ বন্ধু রণজয় বিষ্ণুর সঙ্গে বারাণসী বেড়াচ্ছেন সোহিনী সরকার

Sun, 13 Dec 2020-10:00 pm,

অভিনেত্রী সোহিনী সরকার এবং অভিনেতা রণজয় বিষ্ণু, দুজনেই বেড়াতে ভালোবাসেন। মাঝেমধ্যেই এদিক ওদিক বেড়াতে বেরিয়ে পড়তে দেখা যায় তাঁদের। আর এবার তাঁদের গন্তব্য বারাণসী। 

 

বারাণসীর ঘাটে সময় কাটানোর বেশকিছু ছবি উঠে এসেছে  সোহিনী ও রণজয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 

বারাণসীর ঘাটের এই ছবি পোস্ট করে সোহিনী ক্যাপশানে লিখেছেন, ''ঘাট ঘাট কি কাহানী..... ''

এই ছবি পোস্ট করে সোহিনী ক্যাপশানে লিখেছেন, ''জীবন তোমারই সৃষ্টি''।

বেনারসের ঘাটে সোহিনীর এই ছবি ক্যামেরাবন্দী করেছেন প্রেমিক রণজয় বিষ্ণু। এই ছবিটি অবশ্য রণজয় বিষ্ণুই পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ''সাদা কালো পাখি।''

বেনারসের ঘাটে সময় কাটানোর নিজেরও বেশকিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। 

ছবি পোস্ট করে রণজয় ক্যাপশানে লিখেছেন, ''Yeh Banaras hainaur launda saala Yaha bhi haar Gaya toh jitega Kaha ??!!!!'' 

রণজয় বিষ্ণুর ছবিগুলি তুলে দিয়েছেন সোহিনী সরকার। ফেসবুকে ছবি পোস্ট করে চিত্রগ্রহণে সোহিনীর নাম দিতে ভোলেননি রণজয়।

টলিপাড়ায় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমের কথা এখন প্রায় সকলেরই জানা। বেশ অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন এই জুটি। 

জন্মদিন সেলিব্রেট, দুর্গাপুজো, দীপাবলির সেলিব্রেশন থেকে বেড়াতে যাওয়া, সবসময়ই এই 'লাভবার্ড'কে একসঙ্গে দেখা যায়, তবে তাঁরা সাতপাকে কবে বাঁধা পড়বেন তা স্পষ্ট নয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link