Shahrukh-র হাত ধরেই বলিউডে এসেছিলেন এই নায়িকারা
২০০৭ সালে 'ওম শান্তি ওম' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। ছবিতে দিপ্পির নায়ক ছিলেন শাহরুখ। ছবিটি বক্স অফিসে সেভাবে না চললেও দর্শকদের নজর কেড়েছিলেন নবাগতা দীপিকা।
১৯৯৭ সালে পরিচালক সুভাষ ঘাই-এর 'পরদেশ' ছবির হাত ধরে বলিউডের পা রাখেন মহিমা চৌধুরী। ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়।
২০০৮ সালে যশ রাজ ফিল্মসের 'রব নে বানা দি জোড়ি' ছবিটির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অনুষ্কা শর্মা। আর এই ছবিতে অনুষ্কার বিপরীতে ছিলেন কিং খান।
১৯৯৩ সালে 'বাজিগর' ছবিতে শাহরুখের বিপরীতে বলিউডে অভিষেক হয়েছিল শিল্পা শেট্টির। যদিও ছবিতে অল্প সময়ের জন্যই দেখা গিয়েছিল শিল্পাকে।
২০১৭ সালে রইস ছবির হাত ধরে শাহরুখের বিপরীতে বলিউডে ডেবিউ করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।