হামলার আগে ফিদায়েঁ জঙ্গি আদিল আহমেদ ডারের হুমকি ভিডিয়ো, কে এই সন্ত্রাসবাদী?
উরির পর আধা সামরিক বাহিনীকে নিশানা করল জঙ্গিরা। সাম্প্রতিককালে ভয়ঙ্করতম হামলা চালাল তারা। সিআরপিএফের কনভয়ে চালানো হয় ফিঁদায়ে হামলা। এখনও পর্যন্ত ৩০জন জওয়ান শহিদ হয়েছেন বলে খবর।
আত্মঘাতী হামলার পর দায় নিয়েছে জইশ-এ-মহম্মদ। এবার সীমান্তের উপর থেকে আসেনি জঙ্গি। উপত্যকার সন্ত্রাসবাদী আদিল আহমেদ ডার হামলা চালিয়েছে।
পুলওয়ামার কাকাপোরা এলাকার বাসিন্দা আদিল। পুলিস জানিয়েছে, গতবছর সে জইশ-এ-মহম্মদে যোগ দিয়েছিল। তখন থেকে উপত্যকায় হামলা চালানোর উদ্দেশ্য ছিল তার। দিন কয়েক আগে তাকে ঘিরে ফেলেছিল নিরাপত্তাবাহিনী। তবে কোনওক্রমে পালায় আদিল।
হামলার পর আদিলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিদায়েঁ হামলার আগে ভিডিওটি শ্যুট করা হয়েছিল। চারপাশে হাতিয়ার নিয়ে বসে রয়েছে আদিল। পিছনে জইশ-ই-মহম্মদের ব্যানার। আজিলকে বলতে শোনা যাচ্ছে, 'জিত হবেই ইনশাল্লাহ'।
জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজমার্গে সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন ৩০জন জওয়ান। জখম হয়েছেন প্রায় ৪৫ জন।