গোয়ায় এই অভিনেত্রীর সঙ্গে ছুটির মেজাজে `কি করে বলবো তোমায়`-এর কর্ণ?
ক্রিসমাস থেকে শুরু হয়েছে ছুটির মেজাজ। সাধারণ মানুষ থেকে শুরু করে তারাকারাও ব্যস্ততা থেকে সময় বের করে নিজেদের মতো করে আনন্দে মেতে উঠতে শুরু করেছেন
ক্রিসমাসের পর নতুন বছর শুরুর আগে যেভাবে বলিউড তারকারা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে শুরু করেছেন, সেই তালিকা থেকে বাদ পড়লেন না টিনসেল টাউনের তারাকাও
ক্রিসমাসের ছুটিতে এবার গোয়ায় উড়ে যান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। সন্ন্যাসী রাজা থেকে পটল কুমার গানওয়ালা, একের পর এক জনপ্রিয় মেগায় অভিনয় করতে দেখা গিয়েছে অদ্রিজাকে। সেই অদ্রিজাই এবার গোয়ায় গিয়ে একের পর এক ছবি শেয়ার করেন
অদ্রিজার পাশাপাশি কি করে বলব তোমায়-এর কর্ণ অর্থাত ক্রুশল আহুজাকেও দেখা যায় গোয়ায় বেড়াতে যেতে। ক্রিসমাস উপলক্ষ্য়ে ক্রুশল বেড়াতে বেরিয়ে পড়েন
যদিও অদ্রিজার সঙ্গে যে তিনি গিয়েছেন, এমন ইঙ্গিত দেননি ক্রুশল। অদ্রিজাও নিজেদের সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখতেই শুরু করেছেন। তা সত্ত্বেও ক্রুশল আহুজা এববং অদ্রিজা যখন গোয়া থেকে ছবি শেয়ার করেন, তা নিয়ে নেট জনতার মধ্যে জোরদার গুঞ্জন শুরু হয়ে যায়
নিজেদের সম্পর্ক নিয়ে ক্রুশল, অদ্রিজা কবে সবকিছু খোলসা করে জানাবেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে দীপাবলির সময়ও একবার এই দুজনের ছবি প্রকাশ্যে আসার পর জোরদার গুঞ্জন শুরু হয়। তবে তাঁরা একে অপরের ভাল বন্ধু বলে দাবি করেন ক্রুশল, অদ্রিজা
পাশাপাশি দীপাবলির সময়ের ওই ছবি নিয়ে ক্রুশল বা অদ্রিজা কেউই কোনও মন্তব্য করতে চাননি
ক্রুশল বা অদ্রিজা নিজেদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য না করলেও, তাঁদের গোয়ায় ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাঁদের রসায়ন নিয়ে জল মাপতে শুরু করে দিয়েছেন