১মার্চ থেকে শুরু বয়স্কদের Vaccination, আপনি কীভাবে পাবেন?
নিজস্ব প্রতিবেদন : Co-Win অ্যাপের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।
সরকারি জায়গায় ভ্যাকসিনের জন্য কোনও খরচ দিতে হবে না।
বেসরকারি ক্ষেত্রে প্রয়োজন সার্ভিস চার্জ বাবদ ১০০ টাকা এরপর লাগবে ভ্যাকসিনের দাম।
স্থানীয় কোন কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে তা সরকারি ভাবে প্রচার চালানো হবে। তবে তাতে সরকারি কেন্দ্রের কথা জানতে পারবেন।
বেসরকারি কেন্দ্রে টিকার দাম নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, ১০,০০০ টি সরকারি কেন্দ্র ও ২০,০০০ টি বেসরকারি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে।
জানা গিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই সেই খরচের তালিকা জনানো হবে। হাসপাতালের সঙ্গে আলোচনা করেই ভ্যাকসিন নেওয়ার খরচ নির্ধারিত হবে।