Britain: মাঝ আকাশে শিশুকন্যার জন্ম দিলেন আফগান মহিলা, ভাইরাল ছবি

Sun, 29 Aug 2021-4:00 pm,

নিজস্ব প্রতিবেদন: অশান্ত আফগানিস্তান। সেখানে অব্যাহত রাজনৈতিক অস্থিরতা। এর মধ্য়ে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী জঙ্গি হানা। মৃত শতাধিক। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের (IS) শাখা সংগঠন আইএসআইএস-খোরাসান (ISIS-K)। এখনও হামলার আশঙ্কা রয়েছে। আতঙ্কে আফগানিস্তান-সহ গোটা বিশ্ব। এই দমবন্ধ করা পরিবেশে একটা খবর যেন একটু মুক্ত বাতাস এনে দিল। কী সেই খবর?

শনিবার মাঝ আকাশে ব্রিটেনগামী বিমানে শিশু কন্যার জন্ম দিলেন এক আফগান মহিলা। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ায় তিনিও অন্তঃসত্ত্বা অবস্থায় দেশ ছেড়ে পালাচ্ছিলেন। তবে মাঝ আকাশের অসম্ভব প্রসব যন্ত্রণা ওঠায়, তুরস্কের ওই বিমানের কর্মীদের সহায়তায় প্রসব করেন তিনি।

২৬ বছরের ওই মহিলার নাম সোমান নোরি। তিনি সদ্যজাত কন্যা সন্তানের নাম রেখেছেন হাব্বা। 

সদ্যজাতকে ঘিরে বিমানকর্মীদের মধ্যেও উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সদ্যজাতের একাধিক ছবি। 

বর্তমানে মা ও কন্যা দু'জনেই সুস্থ রয়েছেন। বিমানটিতে ছিলেন সেই সমস্ত আফগান নাগরিকরা, যাঁরা ব্রিটেনের হয়ে আফগানিস্তানে কাজ করতেন।     

এর আগে মার্কিন সামরিক বিমানে (Boeing C-17 Globemaster) কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন এক আফগান মহিলা। শিশুটির নামকরণ করা হয়েছে ওই বিমানের কল সাইন 'রিচ ৮২৮'-এর নামে। মেয়ের নাম রিচ রেখেছেন তাঁর বাবা-মা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link