টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ স্কোর আফগানিস্তানের, ওপেনিং জুটিই তুলল ২৩৬ রান
একেই বলে উত্থান! যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানুষকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন মহম্মদ নবি, রশিদ খানরা। ক্রিকেটে সেই আফগানিস্তানের উত্থান জেট গতিতে হচ্ছে। এবার তারা টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলল।
দেহরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে তিন উইকটে ২৭৮ রান করল আফগানরা। টি-২০ ক্রিকেটে এটাই সর্বোচ্চ স্কোর।
আফগানিস্তানের হাজরাতুল্লাহ জাজাইই ৬২ বলে করলেন ১৬২ রান। আরেক ওপেনার উসমান ঘানি ৪৮ বলে ৭৩ রান করলেন।
আফগানিস্তানের ওপেনিং জুটিই করল ২৩৬ রান। হাজরাতুল্লাহ ১৬২ রানে অপরাজিত রইলেন। এশিয়ার ব্যাটসম্যান হিসাবে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি।
২০১৬-য় পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৩- ৩ করেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড এদিন ভাঙল অফগানিস্তান। আয়ারল্যান্ডের ইনিংস এদিন শেষ হল ১৯৪-৬ এ। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান এদিন চার উইকেট তুলে নিয়েছেন।