কোন ভারতীয় ব্যাটসম্যানকে বোলিং করা কঠিন, জানালেন রশিদ খান
তরুণ আফগান স্পিনার রশিদ খান ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে অনেক তাবড় তাবড় ব্যাটসম্যানের কাছে চিন্তার কারণ।
টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।
বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন রশিদ খান। ভারতে আইপিএল, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ, বাংলাদেশে বিপিএল এবং ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিয়িয়ার লিগে নিয়মিত খেলেন তিনি ।
তবে ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে বোলিং করা সবচেয়ে কঠিন বলেই জানান রশিদ খান। সেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে এই ভোগান্তি চলছে। এই প্রসঙ্গে কলকাতায় অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টুর্নামেন্টে পন্থকে বোলিং করতে সমস্যায় পড়েন রশিদ খান।
আইপিএলে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, আন্দ্রে রাসেল এবং ক্রিস গেইলকে বোলিং করা কঠিন সেকথাও স্বীকার করে নেন রশিদ খান।