Afghanistan: `মার্কিন সেনার সাহায্য করেছে কারা?` খোঁজে বাড়ি বাড়ি হানা Taliban-এর
নিজস্ব প্রতিবেদন: রবিবার কাবুলের দখল নিয়েছে তালিবানরা। আফগানিস্তানজুড়ে এখন তালবান রাজ। এই অবস্থায় মুখে শান্তির কথা বললেও, বাস্তবে স্বমূর্তি ধারন করেছে জেহাদিরা। মহিলাদের উপর শরিয়ত আইন প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে অন্ধকার যুব ফেরার আতঙ্কে গোটা বিশ্ব।
সংবাদ সংস্থা AFP সূত্রে খবর, এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে একটি গোয়েন্দা রিপোর্ট। যেখানে বলা হয়েছে, ইতিমধ্যে কাবুল-সহ বিভিন্ন প্রদেশের প্রায় প্রতিটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে তালিবানরা। সেই সমস্ত পরিবারের কারা কারা মার্কিন সেনা (US Army) এবং ন্যাটো (NATO) বাহিনীর সাহায্য করত সেই খোঁজ শুরু করেছে জেহাদিরা।
Norwegian Center for Global Analyses-এর তথ্য বলছে, কেবল বাড়ি বাড়ি তল্লাশি অভিযান নয়, কাবুল বিমান বন্দরগামী সমস্ত গাড়িতেও তল্লাশি চালাচ্ছে জেহাদিরা। সংস্থার এক সদস্য AFP-কে জানিয়েছেন, বেছে বেছে সেই সমস্ত পরিবারকে টার্গেট করছে জঙ্গিরা, যারা তাদের বশ্যতা স্বীকার করতে চায়নি।
আফগান সংবাদমাধ্যমের কর্মী Shabnam Dawran বলেন, "আমাদের জীবন বিপদের মধ্যে রয়েছে। অফিসের পুরুষ কর্মীদের ছাড় দিলেও, মহিলাদের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে তালিবানরা।"
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে রাজধানী কাবুলের (Kabul) নিরাপত্তার দায়িত্ব তুলে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের (Haqqani Network) হাতে তুলে দিয়েছে তালিবান। দীর্ঘদিন ধরে যারা তালিবানের (Taliban) অন্যতম সহযোগী এবং জঙ্গি সংগঠন আল-কায়েদার (al-Qaida) 'কাছের বন্ধু'।
বর্তমানে কাবুলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে হাক্কানি নেটওয়ার্কের (Haqqani Network) ছয় হাজারেরও বেশি সশস্ত্র ক্য়াডার। সরাসরি তাদের নেতৃত্বে দিচ্ছে হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা সিরাজউদ্দিন হক্কানির (Sirajuddin Haqqani) ভাই আনস হাক্কানি (Anas Haqqani)।