চিচিং ফাঁক! খুলে গেল গহন জঙ্গল-রহস্যের দরজা! মারবেন নাকি ঢুঁ?
তিনমাস পরে বিভিন্ন বন্যপ্রাণী দেখে খুশি পর্যটকেরা। জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের এবার কিছু বেশি টাকা গুনতে হচ্ছে। সেই সঙ্গে ক্যামেরা নিয়ে প্রবেশের ক্ষেত্রেও দিতে হচ্ছে বাড়তি টাকা। তা সত্ত্বেও পর্যটকদের ভিড়ে কোনও কমতি নেই প্রথমদিনই।
গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া-সহ বিভিন্ন জঙ্গল প্রতি বছর জুন মাসের ১৬ তারিখ থেকে বন্ধ হয়ে যায়।
সে সময়ে পর্যটকেরা জঙ্গলে ঢুকতে পারেন না। এ সময়ে জঙ্গল বন্ধ থাকে কারণ, বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের সময়।
সেই সময়ে বন্যপ্রাণীদের বিরক্ত না করাটাই ভালো। সেই কারণেই বন্ধ থাকে জঙ্গল। খুলে যায় ১৫ সেপ্টেম্বরের পরে। এবারও খুলল।
ইতিমধ্যে ডুয়ার্সের বিভিন্ন হোটেলে, রিসর্টে বুকিং আসতে শুরু করেছে।
তিনমাস জঙ্গল বন্ধ থাকার পরে পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী। নতুন এই মরশুমে হয়তো ভালো ব্যবসা হবে।
তাঁরা আরও আশাবাদী কারণ, সামনেই পুজো। পুজোর সময়ে বাঙালি ঘর ছেড়ে বেরিয়ে পড়তেই ভালোবাসে। আর কাছাকাছির মধ্যে ডুয়ার্সের জঙ্গলের চেয়ে ভালো পছন্দ আর কী থাকতে পারে!