শ্বশুর-শাশুড়ির উপহার দেওয়া এই নতুন বাড়িতেই হল ইশার প্রথম রিসেপশন
ঘটা করে রূপকথার মতোই বিয়ে হয়েছে মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানি ও আনন্দ পিরামলের। আন্তিলিয়ায় আয়োজিত, ১২ ডিসেম্বর ইশা-আনন্দের বিয়ে যেন রাজকুমারী ও রাজপুত্রের বিয়ের মতোই ছিল। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
আরব সাগরের তীরে ইশার নতুন বাড়ি বাংলো গুলিটাতে ১৩ ডিসেম্বর ছোটখাটো তাঁদের প্রথম রিসেপশনের আয়োজন করা হয়েছিল। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
এই রিসেপশনে উপস্থিত ছিলেন আম্বানি ও পিরামল পরিবারের সদস্যরা এবং তাঁদের ঘনিষ্ঠ কিছু লোকজন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
সোশ্যাল সাইটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে ইশা-আনন্দের নতুন গুলিটা বাংলোর ছবি। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
বিয়ের পর মুকেশ আম্বানির ২৭ তলা বাংলো ছেড়ে এই আন্তিলিয়াতেই উঠেছেন ইশা। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
মুম্বইয়ের ওরলিতে রয়েছে পিরামলদের এই গুলিটা বাংলো। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
গোটা বাংলোটি ৫০ হাজার স্কোয়ারফিটের। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
বাংলোটির বেসমেন্টে রয়েছে তিনটি ফ্লোর, আর ওপরে আরও পাঁচটি। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
বেসমেন্টের লেভেল ওয়ানে রয়েছেন বিশাল একটা লন, একটি জলাশয়, ও বিশাল একটা মাল্টি পারপাস ঘর। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
গুলিটাতে ঢুকতে গয় গ্রাউন্ড ফ্লোরের লবি দিয়ে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
ওপরে রয়েছে ডাইনিং রুম, লিভিং রুম, লাউঞ্চ, সার্ভেন্ট কোয়াটার ও বেড রুম।(ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
এই বিল্ডিংয়ের বিভিন্ন তলে রয়েছে বেড রুম ও সার্ভেন্ট কোয়াটার। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
২০১২ সালে ৪৫০ কোটি টাকার বিনিময়ে নিলামে এই ঐতিহ্যবাহী বাংলো কেনেন পিরামলরা। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
এই বাংলোটিই ইশা ও আনন্দকে উপহার দেন অজয় পিরামল ও স্বাতী পিরামল। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
১৩ তারিখ গুলিটা বাংলোয় ইশা-আনন্দের রিসেপশনে হাজির ছিলেন মুকেশ ও নীতা আম্বানি, অনিল আম্বানি, রতন টাটা, কপিল দেবের মতো ব্যক্তিত্বরা। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
রিসেপশনে হাজির ছিলেন ইশার দুই ভাই আকাশ ও অনন্ত। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
ইশা আম্বানির নতুন বাড়ির অন্দর মহলের এই ছবিগুলি সোশ্যাল সাইটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
ইশার রিসোপশন উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়ে গুলিটা বাংলো।
মুকেশ আম্বানির ২৭ তলা আন্তিলিয়া ছেড়ে আপাতত এই গুলিটাতেই থাকবেন ইশা।
এভাবেই ঝাড়বাতি দিয়ে সাজানো ইশা আম্বানির এই বাংলো। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
রয়েছে সাজানো বৈঠক খানা। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
একটা নয়, একাধিক বসবার ঘর রয়েছে বাড়িটিতে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
ইশা-আনন্দের আরও একটি রিসেপশন হওয়ার কথা রয়েছে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)