Manali: ভয়ংকর তুষারপাত! বরফে ঢাকা গাড়ি, প্রায় ১১ ঘণ্টা আটকে পর্যটকরা অবশেষে...
অয়ন ঘোষাল: প্রায় ১১ ঘণ্টা আটকে থাকার পর শুক্রবার রাত ১১.২৫ মিনিটে মানালি সলং ভ্যালি থেকে অটল টানেল হয়ে গাড়ি চলা শুরু করল।
প্রবল তুষারপাতে রাস্তায় বরফের স্তর জমে গিয়ে শুক্রবার দুপুর থেকেই আটকে পড়েন কয়েক হাজার পর্যটক।
এরমধ্যে প্রচুর বাঙালি পর্যটক আছেন।
তাদেরই একজন রাজীব দত্ত গতকাল জি ২৪ ঘণ্টা-কে ভিডিয়ো পাঠিয়ে তাদের আটকে থাকা অসহায় অবস্থার কথা জানান।
বরফে চাকা পিছলে কিছু গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলেও জানান তিনি। অবশেষে গভীর রাতে বরফের স্তর সরিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করে প্রশাসন। মানালি ফেরেন পর্যটকরা।