JNU-এ ABVP-SFI-এর `গ্যাঙওয়ার` জাতীয় সমস্যা নয়, দীপিকাকে খোঁচা কঙ্গনার

Fri, 10 Jan 2020-9:58 am,

JNU-এ আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তাঁদের নৈতিক সমর্থন করা নিয়ে এবার দীপিকা পাডুকনকে খোঁচা দিলেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা দুটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নিজেদের বিষয়

বলিউড কুইনের দাবি, জওহরলাল নেহরু বিশিববিদ্যালয়ে ABVP এবং SFI-এর ছাত্রদের মধ্যে যে 'গ্যাঙওয়ার' হয়েছে, তাকে জাতীয় বিষয় করে সবার সামনে তুলে ধরার কোনও মানে হয় না 

দুই রাজনৈতিক দলের ছাত্রদের মধ্যে যাঁরা গন্ডগোল শুরু করেছে, তাঁদের পুলিসের লকাপে ঢুকিয়ে দু গালে জোরে জোরে থাপ্পড় মারলে সব ঠিক হয়ে যাবে বলে এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে মন্তব্য করেন কঙ্গনা 

তিনি আরও বলেন, চন্ডিগড়ে কলেজে পড়াকালীন তিনিও একটি মেয়েদের হস্টেলে থাকতেন। সেখানেও দুই রাজনৈতিক দলের পড়ুয়াদের মধ্যে প্রতিদিনের ঝগড়া, ঝামেলা দেখেছেন। কিন্তু ছাত্রদের এই গন্ডগোল, জামেলার বিষয়টিকে কখনওই বেশি প্রচার করে তাকে গোটা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন বলিউড 'কুইন'

প্রসঙ্গত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জেরে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর আহত হন। সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্বিবিদ্যালয়ে হাজির হয়ে ঐশীর পাশে দাঁড়িয়ে, আন্দলোনকে নৈতিক সমর্থন জানান দীপিকা পাডুকন। ওই ঘটনার পর থেকেই গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে বলিউড অভিনেত্রীকে নিয়ে

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link