এটা প্রমাণ হল যে ইয়েতির থেকে অচ্ছে দিন আরও অধরা, ট্য়ুইটারে খোঁচা অখিলেশের
পর্বতারোহণে বেরিয়েছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। আর সেই অভিযানে আশ্চর্যজনক তথ্য সামনে এসেছে। সেনাবাহিনীর ওই জওয়ানদের ক্যামেরার ধরা পড়েছে ইয়েতির পায়ের ছাপ।
৯ এপ্রিল ওই পায়ের ছাপ দেখেন সেনা জওয়ানরা। ছবিও তোলেন। মঙ্গলবার সেনার তরফে ট্যুইটারে তা আপলোড করা হয়। আর তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ট্রোল শুরু করেন।
সুযোগ ছাড়েননি রাজনৈতিক নেতারাও। তাঁরা এই বিষয় নিয়ে খোঁচা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ট্যুইট করেন, “এটা প্রমাণ হল যে ইয়েতির থেকে অচ্ছে দিন আরও অধরা।”
ট্যুইটারে ইয়েতি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও। তিনি লিখেছেন, “এই বিষয়টিকে কীভাবে প্রচারে ব্যবহার করা যায়, তা নিয়ে নিশ্চয় বিজেপি ভাবনাচিন্তা শুরু করেছেন।”
ট্যুইটারে একজন লিখেছেন, অশ্বথামাকে খুঁজে পাওয়া গেল। সেখানে আরেকজনের রিট্যুইট, এক রেখায় পায়ের ছাপ মিলেছে। ইয়েতি নিশ্চয় ক্যাটওয়াক করছিল।
কেউ কেউ আবার ব্যাখ্যা করেছেন। লিখেছেন, কেন এটা ইয়েতির পায়ের ছাপ হতে পারে না।
অনেকে আবার ক্যাটওয়াক নিয়ে মস্করা করেছেন।