হ্রদ ফেটে আসছে আরেক ভয়ংকর হড়পা! এবার জলকাদার নীচে ডুবতে পারে গোটা ডুয়ার্সই?

Soumitra Sen Sat, 07 Oct 2023-7:33 pm,

জানা গিয়েছে,  সাকো চো-ও ওই হিমবাহ-হ্রদ। ওই হিমবাহ-হ্রদ ফেটে গেলে ভাসতে পারে উত্তরবঙ্গের ডুয়ার্স পর্যন্ত অংশও! 

আচমকা হড়পা বান এলে জলস্ফীতি হবে। আর তেমন হলে বিপদসীমা ছাপিয়ে যাবে ডুয়ার্সের নদীগুলি। 

খুব স্বাভাবিক ভাবেই এই আশঙ্কায় নতুন করে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

 

কী জানা গিয়েছে? জানা যাচ্ছে, সিকিমের মঙ্গন জেলার সাকো চো হ্রদটি জলের চাপে যে কোনও মুহূর্তে ফেটে পড়তে পারে। ফলে ফের একটি 'গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড' (GLOF) হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। 

বিপদ এড়াতে হ্রদ থেকে ১২ কিমি দূরে লাচেন উপত্যকার গ্রামের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খালি করে দেওয়া হয়েছে গ্যাংটক জেলার সিংতামের মতো কিছু এলাকাও। 

এ নিয়ে আতঙ্ক পশ্চিমবঙ্গেও। রাজ্যের পূর্ত দফতরের শীর্ষকর্তাদের আশঙ্কা-- তিস্তার জল নামলে ১০ নম্বর জাতীয় সড়কের সিংহভাগ অংশই ভেঙে পড়বে। 

উত্তর সিকিমের ১৬ হাজার ৪০৪ ফুট উচ্চতায় অবস্থিত ওই সাকো চো লেক। সাউথ লোনকের চেয়ে আয়তনে কম। কিন্তু গভীরতা অনেক বেশি। গত কয়েকদিনে এর জলস্তর অনেকটাই বেড়েছে। 

প্রায় ৬০০ ফুট গভীর সাকো চো'র উপরে রয়েছে ১০০০ মিটার উচ্চতার এক হিমবাহ। উষ্ণায়নের জন্য কয়েক বছর ধরেই একটু একটু করে গলছে এর বরফ। ফলে ভয় আছেই!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link