Gold Price Today: জন্মাষ্টমীর আগে লাফিয়ে লাফিয়ে কমছে দাম, সোনা কিনুন এখনই

Thu, 18 Aug 2022-8:08 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবমুখর বাঙালির কাছে সুখবর। জন্মাষ্টমীর আগে লাফিয়ে কমল সোনার দাম। পরপর দু'দিন প্রায় এক লাফে এক হাজার টাকা সস্তা হল হলুদ ধাতু। বৃহস্পতিবার কত হল দাম? জেনে নিন।

জন্মাষ্টমীর প্রাক্কালে বৃহস্পতিবার শহর কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫২ হাজার ৭০০ টাকা। বুধবারের তুলনায় দাম ৫০ টাকা বাড়লেও গত সপ্তাহের থেকে প্রায় ১ হাজার টাকা কম দাম সোনার।

এদিন কলকাতায় ২২ ক্যারেট গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০ হাজার টাকা। হলমার্কযুক্ত ২২ ক্যারেট  সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০ হাজার ৭৫০ টাকা।

যদিও আন্তর্জাতিক বাজারে এমসিএক্স সূচকে ০.২ শতাংশ দাম বেড়েছে গোল্ড ফিউচারের। ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ৬৬০ টাকা। গত দুসপ্তাহের তুলনায় যা কমই। দুদিনে প্রায় ১ হাজার টাকা দাম কমাতেই এই পরিস্থিতি।

এদিকে সোনার পাশাপাশি লাফিয়ে কমেছে রূপোর দামও। একদিনে ৪০০ টাকা সস্তা হয়েছে রূপো। বৃহস্পতিবার শহরে প্রতি কেজি রূপোর বাটের দাম ৫৭ হাজার ৬৫০ টাকা। বুধবার তা ছিল ৫৮ হাজার ৫০ টাকা।

গত এক সপ্তাহে সোনার দামে বেশ ওঠানামায় লক্ষ্য করা গেছে। অগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রায় ৪০০ টাকা বেড়েছিল সোনার দাম। স্বাধীনতা দিবসে দাম অপরবর্তিতই থাকে। এরপর এক লাফে ১ হাজার টাকার কাছাকাছি কমে যায় দাম।

 

গবেষকদের মতে, তাইওয়ানকে ঘিরে আমেরিকা ও চিনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সোনার দামে পতন লক্ষ্যণীয়। তাইওয়ানের সঙ্গে নয়া বাণিজ্য চুক্তির কথাবার্তা শুরু করতেই বেজিংয়ের রোষে ওয়াশিংটন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link