Hailstorm In Northbengal: টর্নেডোর পর এবার শিলাবৃষ্টি! আতঙ্কে রাত জাগবে ময়নাগুড়ির বার্নিশ...
প্রদ্যুৎ দাস: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় সন্ধ্যা নাগাদ শুরু হল শিলাবৃষ্টি। ময়নাগুড়ি ব্লকের আম গুড়ি, পান বাড়ি, রাম শাই, চূড়া ভান্ডার, ঝাজাঞ্জি, সাপটি বাড়ি, ময়নাগুড়ি রোড, বার্নিশ, পুঁটিমারী সহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি দেখা যায়।
শিলাবৃষ্টির জেরে চাষীদের মাথায় হাত পড়েছে। কৃষি কাজে ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ময়নাগুড়ি ব্লকের কৃষকরা। যদিও এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কৃষি দফতরের থেকে। ময়নাগুড়ি শহরের একাংশে শিলাবৃষ্টি হতে দেখা যায়।
গত ৩১ শে মার্চ ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় সহ শিলাবৃষ্টি হয়েছিল। ফলে আজকের শিলা বৃষ্টিতে এবং সামান্য ঝড়ো হওয়াতে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়।
যদিও সেদিনের তুলনায় একটু কম বৃষ্টি এবং ঝড়ো হওয়া। ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু আমাদের টেলিফোনে জানান এদিনের শিলা-বৃষ্টি এবং ঝড় এর এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। তবে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।
১ এপ্রিল ঘূর্ণিঝড়ে বদলে দিয়েছে জলপাইগুড়ি শহরের চালচিত্র। ঘরবাড়ি ভেঙে তছনছ অবস্থা শহরের বিভিন্ন এলাকার। বাড়িঘর ভেঙে, গাছ ভেঙে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে শহরের রাস্তায় রাস্তায়। তবে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি ছিল জলপাইগুড়ির অন্তর্গত বার্নিশ এলাকায়।
ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত শতাধিক। মৃতদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি সদর ব্লক এবং ময়নাগুড়ি ব্লকের মানুষ। তবে এর মধ্যেও গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা ময়নাগুড়ি বার্নিশ গ্রামের রায় পরিবারের।