তিন রাজ্যের জয়ের পর সিমলায় ছুটি কাটাচ্ছেন রাহুল-প্রিয়ঙ্কা
কংগ্রেস সভাপতি হওয়ার পর গত এক বছর নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে ভীষণ ব্যস্ত থেকেছেন রাহুল গান্ধী।
বিভিন্ন রাজ্যে একের পর এক বিধানসভা নির্বাচন, উপনির্বাচন। তার মাঝে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ নানা জায়গায় ধর্মীয় সফর। রাফাল নিয়ে আস্ফালন।
এ সব কিছু নিয়ে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে চলেছেন ৪৮ বছরের কংগ্রেস সুপ্রিমো। লক্ষ্য উনিশের লোকসভায় বিজেপিকে হটানো।
তার আগেই তিন রাজ্যে জয়ে পেয়ে কিছুটা স্বস্তি তিনি। এ বার জয়ের আনন্দে আর বিদেশ নয়, খাস সিমলায় সপরিবারে ঘুরতে গেলেন রাহুল গান্ধী।
মঙ্গলবার, বোন প্রিয়ঙ্কা বঢরাকে নিয়ে সড়ক পথেই পৌঁছন সিমলা। স্থানীয় কংগ্রেস নেতাদের দাবি, ছারাবরার একটি নির্মীয়মাণ ভবন পরিদর্শন করেন তাঁরা।
এরপর রাস্তায় সোলান জেলায় একটি ধাবায় হল্ট করেন রাহুল। সেখানে চা, বিস্কুট, নুডলস অর্ডার করা হয়। রাহুলের আসার খবর পেতেই স্থানীয় কংগ্রেস কর্মীরা দেখা করতে আসেন। ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের জয়ের জন্য রাহুলকে শুভেচ্ছা জানান তাঁরা।