মাত্র ৬ মাসেই করোনায় মৃত্যু সাড়ে ৭২ হাজার! গত ২৪ ঘণ্টাতেও রেকর্ড

Tue, 08 Sep 2020-11:20 am,

নিজস্ব প্রতিবেদন: মাত্র ৬ মাসেরও কম সময়ে প্রাণ হারালেন সাড়ে ৭২ হাজারেরও বেশি মানুষ। ১২ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর খবর মিলেছিল কর্নাটকে। আর আজ সেই সংখ্যাটা ৭২ হাজার ৭৭৫। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮০৯ জন। যার ফলে দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৮০ হাজার ৪২২।

 

গত ২৪ ঘন্টায় করোনার কবলে প্রাণ হারিয়েছেন রেকর্ড ১ হাজার ১৩৩ জন। গোটা ভারতে মোট নোভেল জয় করেছেন ৩৩ লক্ষ ২৩ হাজার ৯৫০ জন।  দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ৮৩ হাজার ৬৯৭।

 

করোনা বিধ্বস্ত রাজ্যগুলির মধ্যে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র। ঠাকরে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৯ লক্ষ ২৩ হাজার ৬৪১। প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ৫৯ হাজার ৩২২ জন। এখন সে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা  ২ লক্ষ ৩৭ হাজার ২৯২।

 

অন্ধ্র প্রদেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ৬ হাজার ৪৯৩। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ৪ হাজার ৭৪ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৯৭ হাজার ৯৩২ জন।

 

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৬৯ হাজার ২৫৬। প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৯২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ৪ লক্ষ ১০ হাজার ১১৬ জন। এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫১ হাজার ২১৫।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link