Train Accident: সাতসকালে ট্রেন দুর্ঘটনা! হাওড়ায় লাইনচ্যুত পর পর তিন কামরা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের সাতসকালে ট্রেন দুর্ঘটনা। হাওড়ার শালিমার স্টেশনে ঢোকার আগে নলপুরের কাছে দুর্ঘটনা। জানা গিয়েছে, ট্রেনের তিনটি কামরা পর পর লাইনচ্যুত হয়।
৫.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। তিনটি কামরা লাইনচ্যুত। যারমধ্যে একটি পার্সেল ভ্যান রয়েছে। যাত্রীরা সুরক্ষিত। ঘটনাস্থলে দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। রেল সূত্রে খবর, ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে।
বারবার ট্রেন দুর্ঘটনার স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, ট্রেনের গতি কম থাকায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গিয়েছে।
দুর্ঘটনার জেরে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
প্রসঙ্গত, গত পরশু মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের সময় ট্রেন এক্সিডেন্ট বিষয়ে সরব হয়েছিলেন, রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফের রাজ্যকে এই দুর্ঘটনা যাত্রীদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটে, তা এখনও জানা যায়নি। তদন্তে রেল।