গাঁটছড়া বাঁধছেন Ranbir-Alia, রালিয়ার বিয়ের আগে ভাইরাল দীপিকা,ক্যাটরিনার বিয়ের কার্ড
নিজস্ব প্রতিবেদন: এই সপ্তাহেই সাতপাকে বাঁধা পড়ছে রণবীর-আলিয়া। বিয়েতে নিমন্ত্রিত মাত্র ২৮। এখনও দেখা যায়নি তাঁদের বিয়ের কার্ডের। কিন্তু এরই মাঝে ভাইরাল রণবীরের প্রাক্তন দীপিকা ও ক্যাটরিনার বিয়ের কার্ড।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণের বিয়ের কার্ড ছিল সিম্পল কিন্তু ক্লাসি।
ক্যাটরিনার বিয়ের কার্ডে ছিল আধুনিকতার ছোঁয়া।
এ যাবৎ যত সেলেবের বিয়ের নিমন্ত্রণপত্র সামনে এসেছে, তার মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ছিল অনুষ্কা ও বিরাটের আমন্ত্রণ পত্র।
সোনমের বিয়ের কার্ডে ছিল অভিনবত্ব। লাল, গোলাপি, হলুদ রঙ বেশি ব্যবহার করা হয় বিয়ের কার্ডে। কিন্তু সোনমের বিয়ের কার্ড ছিল সবুজ।
প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়ের আমন্ত্রণ পত্র ছিল আভিজাত্য়ে মোড়া।