শত্রু, সমালোচকদের মুখে ছাই! নরেন্দ্র মোদীর জন্য ভারতে এল বিলাসবহুল Air India One
দুনিয়ার সব থেকে সুরক্ষিত ও বিলাসবহুল বিমানগুলির মধ্য একটি Air India One. আর এবার সেই বিমান ভারতে এল। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি সফর করবেন এই বিমানে।
রাফালের মতো শক্তিশালী যুুদ্ধ বিমানের পর Air India One এবার এল ভারতে। দেশের শত্রু, সমালোচকদের মুখে পড়ল ছাই।
টেক্সাস থেকে দিল্লিতে আনার পরই রাফালের মতো Air India One বিমানেরও পুজো করা হল। এই বিমানের দাম ৮৪৫৮ কোটি টাকা।
এই বিমানে সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আরও ৫০০ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিমানে সফর করেন।
Air India One ওড়াবেন এয়ার ফোর্স-এর পাইলট। তবে এই বিমানের সার্ভিসিং ও মেইনটেনেন্স-এর দায়িত্বে থাকবে এয়ার ইন্ডিয়র ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড। একটানা ১৭ ঘণ্টা এই বিমান আকাশে উড়তে পারবে। আকাশেই জ্বালনি ভরার সুবিধা রয়েছে। ৯০০ কিমি প্রতি ঘণ্টা এই বিমানের সর্বোচ্চ গতি।