Air Pollution: ভয়ংকর! হাজার-হাজার মানুষ মারা যাচ্ছেন ভারত জুড়ে! দিল্লি-বারাণসী-কলকাতা...
'ল্যানসেট প্ল্যানেটরি হেলথ'-য়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট রীতিমতো আতঙ্ক তৈরি করে দিয়েছে দেশ জুড়ে!
সেই রিপোর্ট বলছে, দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই, পুণে, শিমলা, বারাণসীতে হাজারে-হাজারে মানুষ মারা যাচ্ছেন।
এই শহরগুলির বায়ুর অবস্থা 'হু'-নির্ধারিত দূষণমাত্রাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক-অনেক খারাপ।
আর এর জেরে বড় ও ভারী শহরগুলিতে শ্বাসযোগ্য বাতাসের গুণমান সবচেয়ে তলানিতে।
শুধু দিল্লিতেই এর জেরে বছরে মারা যান ১২ হাজার মানুষ!
বায়ু দূষণের জেরে মৃত্যুর তালিকায় খুব উপরেই দিকেই রয়েছে বারাণসী, কলকাতার মতো শহরগুলিও। ফলে, আতঙ্ক পশ্চিমবঙ্গেও!