আমনা যেন অবিকল Aishwarya, ভাইরাল `রাই`র পাক হামসকল
অনেকেই বিশ্বাস করেন পৃথিবীতে প্রতিটি মানুষেরই ৭জন হামসকল রয়েছ। হয়ত আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই অথচ অবিকল আমারই মত দেখতে পৃথিবীর কোনও না কোনও প্রান্তে কেউ একজন থাকতেই পারেন। মাঝে মধ্যেই সেলেবদের হামসকলের ছবি ভাইরাল হয়। এবার পাকিস্তানে মিলল ঐশ্বর্য রাই বচ্চনের হামসকল। যাকে দেখলে এক ঝটকায় আপনিও হয়ত হোঁচট খাবেন।
নাম আমনা ইমরান। যাঁকে কিনা দেখতে অবিকল ঐশ্বর্য রাই বচ্চনের মতোই। সম্প্রতি ভাইরাল হয়েছেন আমনার একাধিক ছবি।
আমনা ইমরান পাকিস্তানের বাসিন্দা। যিনি কিনা অবিকল ঐশ্বর্য রাই বচ্চনের মতোই দেখতে। তিনি পেশায় একজন বিউটি ব্লগার।
ইনস্টাগ্রামে প্রায়শই ভিডিয়ো বানিয়ে পোস্ট করতে দেখা যায়, আমনাকে। আর সেখানেই তাঁকে দেখে এক ঝটকায় চমকে গিয়েছিলেন নেটিজেনরা।
আমনার ইনস্টাগ্রামে চোখ রাখলে ঐশ্বর্য রাই বচ্চনের একাধিক সিনেমার গানে বানানো ভিডিয়ো চোখে পড়বে।
অ্যায় দিল হ্যায় মুশকিল, মহব্বতে, দেবদাস সহ ঐশ্বর্যর বিভিন্ন জনপ্রিয় ছবির গান রয়েছে আমনার ইনস্টাগ্রাম ভিডিয়োতে।
ইনস্টাগ্রামে আমনার অনুগামীর সংখ্যাও ২ হাজার ৪ ৭১ জন।