Cannes 2023: চোখ ঝলসানো গাউন! `কান` রেড কার্পেটে তাক লাগালেন ঐশ্বর্য...

Fri, 19 May 2023-7:02 pm,

শতরূপা কর্মকার: প্রতি বছরই নিত্যনতুন আউটফিটে 'কান' মাতান ঐশ্বর্য রাই বচ্চন। কখনও উজ্জ্বল লাল গাউন, আবার কখনও একেবারেই দেশী লেহেঙ্গা লুকে নজরকাড়েন তিনি। এবছরও তাঁর ব্যতিক্রম হল না।  ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটলেন ঐশ্বর্য রাই বচ্চন।

সিলভার রঙের গাউনের সঙ্গে কোমরে কালো রঙের বো আর বৃহৎ আকারের হুডি আউটফিটটির সৌন্দর্য ছিল।

রেড কার্পেটে সোফি কুটিয়রের তৈরি ডিজাইনার সিলভার গাউনে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি।

বিশালাকৃতির হুডটি ঐশ্বর্যর আউটফিটটিতে আলাদা মাত্রা যোগ করেছে। 

অদ্ভুদ সুন্দর এই আউটফিটটির সঙ্গে মিনিমালিস্ট লুকে সেজেছিলেন তিনি। বোল্ড রেড লিপস আর মিডপার্ট করা স্লিক হেয়ার স্টাইল।

 

যদিও এই আউটফিটটির জন্য নেটপাড়ায় তাঁকে নিয়ে মীম ছেয়ে গিয়েছে। কেউ বলছেন তিনি নিজেকেই উপহার ভেবে সিলভার কাগজে মুড়িয়ে ফেলেছেন। 

আউটফিটটির ডিজাইন আসলে এইরকম দেখতে। তবে মীমে একে 'টিনসেল ডিসকো বল' বলছেন অনেকে।

ক্লোজআপ লুকে আউটফিটটির ডিজাইন।

সম্প্রতি চর্চায় রয়েছেন অভিষেক ঘরণী। কিছুদিন আগেই রিলিজ করেছে ঐশ্বর্য অভিনীত 'পোন্নিয়িন সেলভান ২'। যা বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে। এর মধ্যেই তাঁর রেড কার্পেট লুকও নজর কেড়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link